বেনাপোলে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৭ লাখ ২২ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপি, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় বিভিন্ন চোরাই সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লাখ ২২ হাজার টাকা।
এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।