ধাওয়া-পাল্টা ধাওয়া /

অভিবাসনবিরোধী বিক্ষোভে রক্তাক্ত লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪
শেয়ার :
অভিবাসনবিরোধী বিক্ষোভে রক্তাক্ত লন্ডন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরে প্রায় দেড় লাখ মানুষের অংশগ্রহণে একটি অভিবাসনবিরোধী র‍্যালি ও বিক্ষোভ হয়েছে। এ সময় কিছু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ২৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার অনুষ্ঠিত ‘ইউনাইট দ্য কিংডম’ র‍্যালিটি দেশটির অন্যতম বৃহত্তম বিক্ষোভ হিসেবে উল্লেখ করা হয়েছে। র‍্যালিটি আয়োজন করেছিলেন ইমিগ্রেশনবিরোধী কর্মী টমি রবিনসন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে কারো দাঁত ও নাক ভেঙে গেছে, কারো মাথায় আঘাত লেগেছে।

পুলিশ আরও জানিয়েছে, সমাবেশে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল।

সহকারী কমিশনার ম্যাট ট্রুইস্ট এক বিবৃতিতে বলেন, ‘অনেকেই আইনসম্মতভাবে তাদের অধিকার প্রয়োগ করতে এসেছিলেন, তবে কেউ কেউ আক্রমণাত্মক উদ্দেশ্যে এসেছিলেন। তারা পুলিশের সঙ্গে শারীরিক ও মৌখিক দ্বন্দ্বে লিপ্ত হন এবং সুরক্ষার জন্য থাকা কর্ডন ভেঙে প্রবেশের চেষ্টা করেন।’

সংঘর্ষের সময় কমপক্ষে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন ম্যাট ট্রুইস্ট।

তিনি আরও বলেন, ‘আমরা এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছি এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যারা পুলিশ অফিসারদের উপর আক্রমণ করেছেন এবং আহত করেছেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র বিভাগের সেক্রেটারি অফ স্টেট শাবানা মাহমুদ নিন্দা জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, ‘যে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিলে তাকে আইনের পূর্ণ প্রয়োগের মুখোমুখি হতে হবে।’

উল্লেখ্য, অভিবাসন এখন ব্রিটেনের রাজনীতির কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। দুর্বল অর্থনীতি নিয়ে উদ্বেগকেও ছাপিয়ে গেছে এ বিতর্ক। চলতি বছর এ পর্যন্ত ২৮ হাজারের বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা রেকর্ডসংখ্যক আশ্রয়প্রার্থীর আবেদন হিসেবে নথিভুক্ত হয়েছে।