বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯
শেয়ার :
বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল বারেক শেখ (৫০) নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার বালিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক শেখ উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬নং মধ্য বালিপাড়া ওয়ার্ডের আব্দুল হাকিম শেখের ছেলে এবং বালিপাড়া বাজারে তার হোটেল ব্যবসা ছিল।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আব্দুল বারেক শেখ দোকানের কেনাবেচা শেষে মালামাল গুছিয়ে ব্যবহৃত ফ্রিজে রাখেন। তখন ফ্রিজটিতে সমস্যা দেখা দিলে বারেক শেখ মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবসত ফ্রিজের বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘বালিপাড়া বাজারে নিজ দোকানে ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হচ্ছে।’