‘আমি তোমার স্মৃতি মরতে দেব না’ /
আবেগঘন ভাষণে চার্লি কার্কের স্ত্রী
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে চার্লি কার্ককে হত্যার পর তার স্ত্রী এরিকা কার্ক স্মৃতিচারণ করতে গিয়ে আবেগঘন ভাষণ দিয়েছেন। তিনি প্রথম প্রতিক্রিয়া দানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা তার স্বামীর জীবন বাঁচানোর চেষ্টা করেছিলেন।
ভাষণে এরিকা কার্ক প্রতিশ্রুতি দেন, ‘আমার স্বামীর কণ্ঠ অমর থাকবে।’
লাইভস্ট্রিমে এরিকা স্বামীর খালি চেয়ারের পাশে দাঁড়িয়ে (যা কার্ক পডকাস্টের শুটিংয়ে ব্যবহার করতেন) বাইবেলের উদ্ধৃতি দেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্র এবং দম্পতির দুই সন্তানের প্রতি সবার ভালোবাসার কথা উল্লেখ করেন।
এরিকা কার্ক বক্তব্য শুরু করার সময় আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দ প্রার্থনা করেন।
এছাড়া সম্প্রচারটি শুরু হয় কয়েক মিনিটের নীরবতা দিয়ে, তখন ক্যামেরা খালি চেয়ারের দিকে স্থির ছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এরপর এরিকা প্রথম প্রতিক্রিয়াদানকারীদের (যারা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন) এবং স্বামীর স্টাফদের ও হোয়াইট হাউসকে ধন্যবাদ জানান।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার স্বামী আপনাকে খুব ভালোবাসতেন। আর তিনি জানতেন যে আপনিও তাকে ভালোবাসেন।’ তিনি ভ্যান্স ও তার স্ত্রী উষাকে ধন্যবাদ জানান, যারা কফিনটি অ্যারিজোনায় ফেরানোর সময় সঙ্গে ছিলেন।
তিনি আরও বলেন, ‘সবকিছুর চেয়ে বেশি চার্লি তার সন্তানদের ভালোবাসতেন। আর আমাকে ভালোবাসতেন পুরো হৃদয় দিয়ে। প্রতিদিনই আমাকে সেটা জানানোর চেষ্টা করতেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পরবর্তীতে ইনস্টাগ্রামে একটি পোস্টে এরিকা কার্ক লাইভস্ট্রিমের মন্তব্যগুলো শেয়ার দেন এবং স্বামীর কফিনের পাশে বসে থাকা ছবি ও ভিডিও শেয়ার করেন।
একটি ভিডিওতে দেখা যায়, তিনি কফিনে থাকা চার্লির হাত চুম্বন করছেন, যিনি স্যুট এবং টাই পরে শায়িত অবস্থায় আছেন।
৩১ বছর বয়সী রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক গত বুধবার ওরেমের একটি খোলা মাঠে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে সন্দেহভাজন হত্যাকারী টেইলর রবিনসন গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হন।
চার্লি কার্কের প্রতিষ্ঠিত সংস্থা টার্নিং পয়েন্ট ইউএসএ ঘোষণা করেছে যে- অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে আগামী ২১ সেপ্টেম্বর তারা একটি মর্যাদাপূর্ণ স্মরণসভার আয়োজন করবে, যা ৬০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস