ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ছবি ফাঁসে আদালতের রায় প্রকাশ

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৯
শেয়ার :
ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ছবি ফাঁসে আদালতের রায় প্রকাশ
ছবি : সংগৃহীত

বলিউডের হার্টথ্রব নায়িকা ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার নীল চোখে মুগ্ধ নেট দুনিয়া। নিজের সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জয় করেছেন কোটি কোটি দর্শকের হৃদয়।

সম্প্রতি ছড়িয়ে পড়ে বলিউডের এই নায়িকার অন্তরঙ্গ ছবি। এরকম গুঞ্জনে যখন সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম ঠিক তখন সেগুলোকে ভুয়া দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বরিয়া। গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টে অভিযোগ করেছেন তিনি।

আজ শনিবার দিল্লি উচ্চ আদালতের পক্ষে জানানো হয়েছে, আগামীতে বিনা অনুমতিতে অভিনেত্রীর নাম ও ছবি ব্যবহার করা যাবে না। এতে অভিনেত্রীর ব্যক্তি অধিকার লঙ্ঘিত হতে পারে কিংবা ভাবমূর্তি নষ্ট হতে পারে।

জানা গেছে- ঐশ্বরিয়ার ছবি ব্যবহার করে অনেক উদ্যোক্তা কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী তৈরি করেছেন। এ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ঐশ্বরিয়ার একাধিক ছবির স্বাভাবিকতা নষ্ট করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আদালতে অভিনেত্রীর বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস করিয়া। অভিযোগের গুরুত্ব বুঝে এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, সে বিষয়ে নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি। ঐশ্বরিয়া রায়ের পক্ষে লড়েন আইনজীবী সন্দীপ শেঠি।

আদালত জানিয়েছে, ব্যবসায়ের উদ্দেশ্যে ঐশ্বরিয়ার কোনো ছবি ও ভিডিও ব্যবহার করা যাবে না। এমনকি ঐশ্বরিয়ার সংক্ষিপ্ত নামও ব্যবহার করা যাবে না।