ওটিটিতে মুক্তি পেল নতুন সিনেমা, ওয়েব সিরিজ

বিনোদন সময় প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
ওটিটিতে মুক্তি পেল নতুন সিনেমা, ওয়েব সিরিজ

দেশীয় প্ল্যাটফর্ম চরকি ও আইস্ক্রিনসহ এ সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে বলিউডের ‘সাইয়ারা’ ও তামিল সিনেমা ‘কুলি’। ওটিটির নতুন ওয়েব সিরিজ, সিনেমা নিয়ে এ আয়োজন আইস্ক্রিনে মুক্তি পেয়েছে বাংলা ওয়েব ফিল্ম ‘নয়া নোট’। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, পার্থ শেখ প্রমুখ।

এক বৃদ্ধ ভিখারির গল্প। সবাই তার হাতে গুঁজে দেয় ছেঁড়া-ফাটা পুরনো নোট। একদিন তাকে একটা চকচকে নতুন নোট দেয় একজন। খুশি হয়ে ওঠে সে। ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে ওয়েব ফিল্মের মূল গল্প।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ১১ সেপ্টেম্বর এসেছে বাংলা ফিকশন ‘খুব কাছেরই কেউ’, এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প এটি। গল্পের কেন্দ্রে রয়েছে এক জোড়া তরুণ-তরুণী, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনি।

প্রাইম ভিডিওতে ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তামিল সিনেমা ‘কুলি’। এতে অভিনয় করেছেন রজনীকান্ত, নাগার্জুন, সৌবিন সাহির, শ্রুতি হাসান।

গল্পে দেখা যায়, সোনা চোরাচালানের ঘটনাকে ঘিরে সিনেমার গল্প। দেবা নামে এক কুলির ইউনিয়নের সাবেক নেতা তার পুরনো বন্ধুর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করে। এ তদন্ত করতে গিয়ে সোনা ও অঙ্গ চোরাচালান চক্রের সন্ধান পায় সে।

বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা’। মুক্তির পর থেকে এই সিনেমাটি নিয়ে তুমুল আগ্রহ ছিল দর্শকের। নেটফ্লিক্সে গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটি। অভিনয় করেছেন আহান পান্ডে, অনীত পাড্ডা প্রমুখ। বিয়ে ভেঙে যাওয়ার পর হতাশ হয়ে পড়েছিল বানি। পরিবারের উৎসাহে নতুন জীবন শুরুর চেষ্টা করে। কাজ নেয় একটি নিউজ চ্যানেলে। প্রথম দিনেই তার পরিচয় হয় উঠতি গায়ক কৃশের সঙ্গে। তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বানির। এভাবেই এগিয়ে যায় গল্প।