ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ফরিদপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৯
শেয়ার :
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

‎ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম মাতুব্বর(১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে।

ফাহিম মাতুব্বর ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাজার গ্ৰামের মৃত মালেক মাতুব্বরের ছেলে। সে ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শ্রেণির ছাত্র।  

‎শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ভাগ্নে কে সঙ্গে নিয়ে ফাহিম মাতুব্বর মোটরসাইকেল যোগে ভাঙ্গা -ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে ভাঙ্গার মালিগ্ৰাম বাজারের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ফাহিম মারা যায় ও ভাগ্নে গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।