ঝালকাঠিতে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫
শেয়ার :
ঝালকাঠিতে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা নদী থেকে সাবেক বিডিআর সদস্য মো. হারুন অর রশিদ হাওলাদারের (৫৮) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঝালকাঠি সদর উপজেলার ইছানীল গ্রামের মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে। 

পুলিশ ও মৃতের পরিবার জানায়, আজ শনিবার ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। নিখোঁজের ১২ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসন্ডা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর ঝালকাঠি সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

নিহত হারুন অর রশিদের ছেলে সাহারুল ইসলাম জানান, বাবার সঙ্গে সৎ ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে মতবিরোধ রয়েছে। তাদের বিরুদ্ধে বর্তমানে ঝালকাঠি আদালতে সাত ধারার একটি মামলা চলমান রয়েছে। 

জমি নিয়ে দ্বন্দ্বের কারণে হারুন অর রশিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ছেলে সাহারুল।

এদিকে ঝালকাঠি সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে ঝালকাঠির সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।