শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৬
শেয়ার :
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। 

আজ শনিবার বিকেলে উপজেলার বৈরাগীর চালা উচ্চবিদ্যালয় মাঠে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল ও কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত হন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আহতরা হলেন আবুল প্রধান প্রিক্যাডেট স্বুলের আ. রহমান (১৫), আবির (১৪), কবির (১৪) এবং কাছম আলী স্কুলের মাহিন (১৪) ও খাইরুল(১৪)। 

এদিকে গুরুতর অবস্থায় মাহিনকে ময়মনসিংহ এবং খাইরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জানা যায়, উপজেলা কিন্টারগার্টেন স্কুল এ্যাসোসিয়েশনের ২০তম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়। দ্বিতীয় রাওন্ডে উত্তীর্ণ হয় ১৬টি দল। শনিবার বৈরাগীর চালা স্কুল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় রাওন্ডের চতুর্থ খেলা চলছিল। খেলায় অংশ নেয় আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল ও কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল । খেলা প্রথমার্ধে দুই দল এক এক গোল করে। দ্বিতীয়ার্ধে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল এক গোলে এগিয়ে যায়। খেলার শেষের দিকে দুই দলের খেলোয়ারদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বহিরাগত সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৫ জন আহত হন।

কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. রিপন মিয়া জানান, দুই দলের খেলোয়ারদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় প্রতিপক্ষ দলের সমর্থকরা আমার দুই খেলোয়ারকে মেরে গুরুতর আহত করে। এদের মধ্যে খাইরুলকে ঢাকা ও মাহিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। 

আবুল প্রধান প্রিক্যাডেট এন্ড হাইস্কুলে প্রধান শিক্ষক শামীম আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্কুল দুই এক গোলে এগিয়ে ছিল। খেলার শেষ পর্যায়ে দুই দলের খেলোয়ারদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বহিরাগতরা সংঘর্ষে জড়ায়। এতে আমার ৩ খেলোয়ার আহত হন।’

উপজেলা কিন্টারগার্টেন স্কুল এ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল প্রধান জানান, উপজেলা কিন্টার গার্টেন স্কুল এ্যাসোসিয়েশনের ২০তম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট চলছে। শনিবার বিকেলে খেলার সময় খেলোয়ারদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বহিরাগতরা সংঘর্ষে জড়ায়। এতে আমার স্কুলের তিন এবং অপর পক্ষের দুইজন আহত হন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।