ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরীর মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬
শেয়ার :
ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরীর মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস রাজশাহী যাচ্ছিল। ওই ট্রেনের ছাদে ভ্রমণ করছিল ওই কিশোরী। পথিমধ্যে ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোরীর মৃত্যু হয়। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক প্রত্যক্ষদর্শী রফিক নামের এক ব্যক্তির বরাত দিয়ে বলেন, ‘মেয়েটি ট্রেনলাইন দিয়ে হেটে ছয়শ গ্রামের দিক থেকে উত্তর দিকে যাচ্ছিল। এসময় ট্রেন আসতে দেখে রফিক নামের এক ব্যক্তি মেয়েটিকে ট্রেনলাইন থেকে সরে যেতে বলে। কিন্তু মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই ট্রেন এসে তাকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে তার মরদেহটি নিয়ে গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মেয়েটি ট্রেনলাইন দিয়ে হেটে যাচ্ছিল। এজন্য মনে হচ্ছে- মেয়েটি আশপাশের এলাকার বাসিন্দা হতে পারে। তার সঙ্গে থাকা মানিব্যাগে ২০টাকা পাওয়া গেছে। মেয়েটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর।’

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, ‘মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেটির বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর।