কেরানীগঞ্জে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০
শেয়ার :
কেরানীগঞ্জে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

কেরানীগঞ্জে দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ বাগান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের নাম সাগির (২৭)। তিনি রাজধানীর ইসলামপুরে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন সগীর। তার ৬ বছরের এটি কন্য সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সাগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগিরকে হত্যা করে ফেলে রেখেছে।

ঘটনা জানার পর দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানান দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।