ডেমরায় শিশু ছাত্র বলাৎকারের চেষ্টায় যুবক গ্রেপ্তার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
শেয়ার :
ডেমরায় শিশু ছাত্র বলাৎকারের চেষ্টায় যুবক গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ১১ বছর বয়সী মাদরাসার এক শিশু ছাত্রকে বলাৎকারের চেষ্টায় গ্রেপ্তার সাগর মিয়া (২৭) নামে এক যুবককে আজ শনিবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটির বাবা মো. মোজাম্মেল ডেমরা থানায় এ বিষয়ে সাগরের বিরুদ্ধে মামলা করেন। মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে গত বুধবার দুপুরে করিম কলোনীর একটি পরিত্যক্ত ভবনে বলাৎকারের চেষ্টা করেন ওই লম্পট। এ ঘটনায় স্থানীয়রা সাগরকে আটক করে শুক্রবার রাতে পুলিশে সোপর্দ করেছেন। 

জানা গেছে, সাগর মিয়া শেরপুরের নালিতাবাড়ী থানার দক্ষিণকুরনগর গ্রামের মৃত নুর ইসলাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি বকুলতলার মাইন উদ্দিন হাজীর বাড়ির ভাড়াটিয়া ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত বুধবার দুপুরে মাদরাসায় যাওয়ার পথে সাগর মিয়া শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখান। পরে কৌশলে পরিত্যক্ত ভবনে নিয়ে তার মুখ চেপে ধরে বলাৎকারের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার ও ধস্তাধস্তি করে পালিয়ে গিয়ে রাতে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে। পরে শিশুর বাবা মো. মোজাম্মেল স্থানীয়দের সঙ্গে অভিযুক্তকে খুঁজতে থাকেন। অবশেষে গতকাল শুক্রবার রাতে পূর্ব বক্সনগরে স্থানীয়রা সাগর মিয়াকে আটক করে পুলিশে দেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি ( তদন্ত) মোহাম্মদ মুরাদ হাসান বলেন, ‘সাগর মিয়াকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির জবানবন্দি ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’