‘ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের আয়োজন করেছে’

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১
শেয়ার :
‘ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের আয়োজন করেছে’

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এদেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যাবতীয় আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়রাম্যানের প্রফেসর মিঞা মো. নূরুল হক।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মাদরাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন। মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রফেসর মিঞা মো. নূরুল হক বলেন, ‘এদেশের আলেম ওলামাদেরকে, মাদরাসায় শিক্ষিত লোকদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, অপমান করেছে। মিথ্যা মামলা দিয়ে ডাণ্ডাবেড়ি পরিয়ে ঘুরিয়েছে। অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল জাতির মধ্যে ত্রাস সৃষ্টি করা, যাতে কেউ মাদরাসায় পড়াশোনা না করে।’

তিনি বলেন, ‘মাদরাসা প্রতিষ্ঠার জন্য বিগত সময়ে যে শর্ত দিয়ে আইনের বেড়াজালে সংকুচিত করা হয়েছে, আমরা সেটি সম্প্রসারিত করছি। মাদ্রাসা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান অনুমতির শর্তগুলো আমরা শিথিল করেছি। আমরা বেশি বেশি চাই, আমাদের সন্তানেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হোক। আমরা মানবিক সমাজ গড়তে চাই।’

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সুরাইয়া আক্তার লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম শামীম।

ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক (বাংলা) কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল উলূম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম আবদুল্লাহ, কমলনগরের হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুক, ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ ও রায়পুর কামিল মাদরাসার অধ্যক্ষ আ ন ম নিজাম উদ্দিন প্রমুখ।