পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১
শেয়ার :
পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি

প্রায় ৪০ ঘণ্টা পর শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা। আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটে ২১টি কেন্দ্রের সব ভোট গণনা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

তবে ফল ঘোষণায় ধীরগতি ও স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। ভোট গণনার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দীর্ঘ সময়ক্ষেপণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এমন প্রেক্ষাপটে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। তিনি ইঙ্গিত দেন, পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন জাকসুর ভোট গণনা!

এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!’

তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টের নিচে অনেকেই মন্তব্য করে নিজেদের ক্ষোভ, হতাশা ও রসিকতা প্রকাশ করেছেন।