সাকিবকে ছাড়ানোর সুযোগ লিটনের, মাইলফলকের দুয়ারে তাসকিন-হৃদয়ও

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩
শেয়ার :
সাকিবকে ছাড়ানোর সুযোগ লিটনের, মাইলফলকের দুয়ারে তাসকিন-হৃদয়ও

কিছুক্ষণ পরই শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে হংকংকে উদ্বোধনী ম্যাচে হারানোর পর লঙ্কানদের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখতে চায় লিটন দাসের দল। এই ম্যাচে বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটারকে হাতছানি দিচ্ছে মাইলফলকও। 

অধিনায়ক লিটনের সামনে হাতছানি দিচ্ছে বড় একটি মাইলফলক। আজকের ম্যাচেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক যাওয়ার সুযোগ তার। রেকর্ডটি বর্তমানে সাকিবের দখলে। এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান ২ হাজার ৫৫১। ১২৯ ম্যাচ খেলে এই রান করেছেন তিনি। সাকিবকে ছাড়িয়ে যেতে ১১১ ম্যাচ খেলা লিটনের দরকার আর মাত্র ৫৬ রান। 

মাইলফলক হাতছানি দিচ্ছে তাসকিন আহমেদ আর তাওহিদ হৃদয়েরও। আর মাত্র ৫৬ রান করতে পারলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান করে ফেলবেন হৃদয়। ৪৭ ম্যাচের ৪২ ইনিংস খেলে ২৬.৯৭ গড় ও ১২২.৭৫ স্ট্রাইকরেটে ৯৪৪ রান করেছেন হৃদয়। হাজারের ওপর রান করা অন্য বাংলাদেশি ব্যাটাররা হলেন, মাহমুদউল্লাহ রিয়াদ (২৪৪৪), তামিম ইকবাল (১৭০১), মুশফিকুর রহিম (১৫০০), সৌম্য সরকার (১৪৬২) ও আফিফ হোসেন (১১১৭)। নাজমুল হোসেন ও সাব্বির হোসেনের রান যথাক্রমে ৯৮৭ ও ৯৭৭।

এদিকে, তাসকিনের সুযোগ আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক শ উইকেট স্পর্শ করার। ৭৯ ম্যাচ খেলে এখন পর্যন্ত ৯৬ উইকেট নিয়েছেন তিনি, যা বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ। ওপরের দুইজন হচ্ছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট, মোস্তাফিজুর রহমান ১৪২টি।