ফাহমিদা নবীর ‘মেঘলা আকাশ’

বিনোদন প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮
শেয়ার :
ফাহমিদা নবীর ‘মেঘলা আকাশ’

নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। শিরোনাম ‘মেঘলা আকাশ’। গানটিতে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন আব্দুল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতও করেছেন আব্দুল। তার সঙ্গে যৌথভাবে কথা লিখেছেন সুহানা।

সম্প্রতি শ্রীমঙ্গলের কয়েকটি লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি প্রকাশ হবে ইউটিউবে।

নতুন গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এটি রোমান্টিক ধাচের একটি গান। কথা, সুর ও গায়কি সবার ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘শ্রীমঙ্গলের দারুণ কিছু লোকেশনে গানের শুটিং হয়েছে। সবাই খুব যত্ন নিয়ে কাজটি করেছে। আশা করি, “মেঘলা আকাশ” সবার ভালো লাগবে।’