বাপ্পা মজুমদারের কণ্ঠে নব্বই দশকের সোনালি গল্প

বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০
শেয়ার :
বাপ্পা মজুমদারের কণ্ঠে নব্বই দশকের সোনালি গল্প

গানের ভুবনে বাপ্পা মজুমদারের আবির্ভাব নব্বই দশকে। অনিন্দ্য গায়কী আর ভিন্ন ধাঁচের সুর সৃষ্টির মধ্যদিয়ে শ্রোতাদের মনোযোগ কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর প্রয়াত সাংবাদিক-সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর সঙ্গে গড়ে তুলেছিলেন ব্যান্ড দলছুট। ১৯৯৭ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আহ্’ প্রকাশের পর শ্রোতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ব্যান্ড হয়ে ওঠে জনপ্রিয়।

আজও সেই স্মৃতিগুলো মনে করতে গিয়ে বাপ্পা ভেসে যান অতীতের জগতে- আজিজ সুপার মার্কেটের আড্ডায় গানের ভাবনা শেয়ার করা, রাতভর গান তৈরি করা, লিরিক ও সুর নিয়ে বিশ্লেষণ, প্রথম রেকর্ডিংয়ের উত্তেজনা, কনসার্টের অভিজ্ঞতা, ভক্তদের উচ্ছ্বাস- সবই আজও মনে পড়ে।

শিল্পী এই সব স্মৃতিকথা শেয়ার করবেন মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার রাত ১২টায়।

নস্টালজিক ভ্রমণে বাপ্পা মজুমদার আবেগাপ্লুত হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির এবং উপস্থাপনায় রিয়াদ শিমুল।