কালিয়াকৈরে বনবিভাগের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭
শেয়ার :
কালিয়াকৈরে বনবিভাগের উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈরে বনবিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়েছে। 

আজ শনিবার দুপুরে উপজেলা পূর্ব চান্দরা সরকার পাড়া এলাকায় এপেক্স কারখানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন, ‘পূর্ব চান্দরা বনের জমি উচ্ছেদ অভিযান চালিয়ে বনের জমিতে উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’