‘বুঝে শুনে কাজ করতে চাই’
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। ফিরেই অংশ নেন ‘কেন দেখা হলো না’ নামের একটি নাটকে। এতে রিচির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করেছেন মো. আবদুল্লাহ আল হারুন।
নতুন খবর- এখন থেকে নিয়মিত অভিনয় করতে চান রিচি। অভিনেত্রীর কথায়, ‘এক সপ্তাহ হলো ঢাকায় এসেছি। ঢাকায় এসে আম্মাকে সময় দিচ্ছি। কারণ আম্মা বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। এর মধ্যে বেশকিছু কাজেরও প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে ভাবছি। আর এখন যে সময়ে এসে আমি পৌঁছেছি একটু বুঝে শুনেই নাটক করতে হয়। গল্পটা বুঝতে হয়, নিজের চরিত্রটা মন দিয়ে বুঝতে হয়। গল্প এবং চরিত্র ভালো লাগলে তবেই কাজে ফিরব। বাকিটা সময়ের ব্যাপার।’
নিয়মিত অভিনয় করার প্রসঙ্গে রিচি আরও বলেন, ‘আমরা ভক্ত-দর্শকরা যে ধরনের কাজ দেখতে চান- আমি তেমন গল্পের খোঁজেই আছি। ভক্তদের তো আর হতাশ করতে পারি না। তাই বুঝে শুনে কাজ করতে চাই। নিজের অবস্থান ধরে রাখতে চাই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, আগামী কয়েক মাস দেশ অবস্থান করবেন রিচি সোলায়মান। পরিবারে সময় দেওয়ার পাশাপাশি অংশ নিচ্ছেন শোবিজের বেশ কিছু অনুষ্ঠানে। দেখা করছেন তারকাবন্ধুদের সঙ্গেও।
এদিকে, গেল বছরের শেষে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’-এ সময় দেন এই অভিনেত্রী। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণীতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রিচির নিমন্ত্রণেই উদ্বোধনীতে উপস্থিত হন এই অভিনেতা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট