স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

জয়পুরহাট প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১
শেয়ার :
স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

জয়পুরহাট সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে কুপিয়ে রোকেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী জহির উদ্দীনকে আটক করেছে থানা পুলিশ।

আজ শনিবার ভোর রাতে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম একই এলাকার জহির উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ ভোরে ঘুম থেকে উঠলে স্ত্রী রোকেয়ার সঙ্গে স্বামী জহির উদ্দীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে রোকেয়ার মাথায় এলাপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় তার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবীরুল ইসলাম জানান, তাজপুর গ্রামের দম্পতি জহির উদ্দিন ও রোকেয়া বেগমের মধ্যে দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল। তারই জের ধরে গভীর রাতে জহির তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বাড়িতেই অবস্থান করেছিল। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশে খবর দিলে জহিরকে তার বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, বাড়ি থেকে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।