সিমেন্ট বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, আহত ১২

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪
শেয়ার :
সিমেন্ট বোঝাই ট্রাকে বাসের ধাক্কা, আহত ১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও ট্যাঙ্কার ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয়মুখী সড়কে যানজটের সৃষ্টি হয়।

আহতরা হলেন- আয়াজ (৩৫), ইউনুস মুন্সি (৪৫), মাইন উদ্দিন (৪২), রাসেল (৪০), ওমর ফারুক (২৫), মারুফ (৪০), তারেক রহমান (৩০), হারুন অর রশিদ (৪০), হাবিবুর রহমান (৪৫), জেমস (২৮), বাস ও ট্রাকের চালক, হেলপারসহ ১২ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় পৌঁছালে আনোয়ার সিমেন্ট বহনকারী একটি ট্যাঙ্কার ট্রাক ইউ টার্ন করার সময় ঢাকাগামী ওই বাসটির সংঘর্ষ হয়।

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। তবে তাদের মধ্যে গুরুতর আহত ইউনুস মুন্সি, মাইন উদ্দিন, মারুফ ও রাসেলকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি জানিয়েছেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লিয়াকত আলী।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।’