শরীয়তপুরে পুলিশের ভোজসভায় যুবলীগ নেতা, চলছে সমালোচনা

শরীয়তপুর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯
শেয়ার :
শরীয়তপুরে পুলিশের ভোজসভায় যুবলীগ নেতা, চলছে সমালোচনা

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করেছে থানা-পুলিশ। আর সেই ভোজসভায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। এ ঘটনায় শরীয়তপুরে সমালোচনার ঝড় বইছে।

পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক ভোজসভার আয়োজন করে থানা-পুলিশ। থানার ডাইনিং রুমে এই খাওয়া দাওয়া করা হয়। ওই অনুষ্ঠানে থানা পুলিশ সদস্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীসহ অন্যান্যরা। থানার মধ্যে পুলিশের আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতার উপস্থিত হওয়া নিয়ে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা।

এ ব্যাপারে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার বলেন, ‘ওসি তো নিজেই জানেন উনি (মোক্তার বেপারী) যুবলীগ নেতা। তাহলে উনি জেনেশুনে কেন তাকে দাওয়াত দিয়েছে। আমার কিছু করার ছিল না, আমাকে ওসি দাওয়াত দিয়েছে তাই গিয়েছি। আর মোক্তার বেপারী আমাদের বাজার কমিটির সভাপতি আর আমি একজন ব্যবসায়ী মাত্র।’

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমরা থানা থেকে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেখানে আমাদের পুলিশ সদস্যদের পাশাপাশি সার্কেল স্যার (সার্কেল এএসপি) ছিলেন। আমি ওনাকে (মোক্তার বেপারী) চিনতাম না। পরে শুনেছি, উনি উপস্থিত ছিলেন। আমি জানলে ওনাকে এলাউ করতাম না।’

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘শুক্রবার দুপুরে মাসিক ভোজসভার আয়োজন করা হয়েছিল পদ্মা থানায়। তবে ইউনিয়ন যুবলীগের নেতা সেখানে উপস্থিত ছিলেন, আমি জানতাম না। বিষয়টি নিয়ে আমি ওসির সাথে কথা বলে দেখছি। যদি এমন হয়ে থাকে আমি খতিয়ে দেখব।’