চার্লি কার্ককে খুন করা কে এই রবিনসন
মার্কিন রাজনীতিবিদ চার্লি কার্ককে গুলি করে হত্যা করা টাইলার রবিনসনকে গ্রেপ্তার করা হয়েছে। ২২ বছর বয়সী এই কলেজছাত্র এখন পুলিশের হেফাজতে আছে। জানা গেছে, চার্লি কার্কের রাজনৈতিক আদর্শের ঘোর ছিলেন বিরোধী ছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা নিশ্চিতভাবেই খুনিকে ধরতে পেরেছি। তিনি দাবি করেন, রবিনসনের খুব কাছের একজন তাকে ধরিয়ে দিয়েছেন।
গত বুধবার ওরেম শহরের ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কার্ককে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকেই বন্দুকধারীকে খুঁজছিল পুলিশ। অবশেষে মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
এক সংবাদ সম্মেলনে ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স বলেছেন, ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে তার বাবা ও এক বন্ধুর সহায়তায় গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রবিনসনকে ওয়াশিংটন কাউন্টি থেকে আটক করা হয়। সেখানে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। এলাকাটি ওরেম শহরের ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং বিখ্যাত জায়ন ন্যাশনাল পার্কের কাছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রবিনসনের মা অ্যাম্বারের পোস্ট করা ছবিগুলোতে তাদের একটি ঘনিষ্ঠ পরিবার বলেই মনে হয়েছে। তিন ছেলের মধ্যে রবিনসন ছিলেন সবার বড়। প্রতিবেশীরা মার্কিন গণমাধ্যমকে জানান, পরিবারটি মরমন সম্প্রদায়ের (খ্রিষ্টানদের শাখা সম্প্রদায়)।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
রবিনসন ডিক্সি টেকনিক্যাল কলেজের ‘ইলেকট্রিক্যাল অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রামের’ তৃতীয় বর্ষের ছাত্র। এর আগে ২০২১ সালে ইউটাহ স্টেট ইউনিভার্সিটিতে এক সেমিস্টার পড়েছিলেন রবিনসন।