উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখায় মৃত্যুদণ্ড
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা ও টিভি সিরিজ দেখা ও শেয়ার করার কারণে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সবকিছুর ওপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আধুনিক প্রযুক্তির বদৌলতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে।’ গত এক দশকে উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া ৩০০ জনেরও বেশি মানুষের সাক্ষাতকার নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ছয়জন মানুষ মৃত্যুদণ্ড থেকে পালিয়ে এসেছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পালিয়ে আসা ব্যক্তিরা বলেন, ২০২০ এর পর থেকে বিদেশি কনটেন্ট শেয়ার কররা কারণে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছে। তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টার্ক বলেছেন, এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরীয়রা আগের চেয়ে আরও বেশি দুর্ভোগ, নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে।’ তিনি বলেন, বিশ্বের আর কোনো জনগোষ্ঠী এত নিপীড়নে নেই।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস