সাদুল্লাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে ধারণা করছে থানা পুলিশ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আবু সাঈদ নামের এক ব্যক্তির পুকুর থেকে অজ্ঞাত ওই যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পুকুরের পাশের বাড়ির জনৈক এক নারী পুকুরপাড়ে ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় পুকুরের পানিতে ওই নারী অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাটি জানাজানি হলে ওই এলাকার অসংখ্য নারীপুরুষ মরদেহটি একনজর দেখার জন্য ভীড় জমাতে থাকেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাজ উদ্দিন খন্দকার ঘটনাস্থলে গিয়ে তার উপস্থিতিতেই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর পুলিশ ওই মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
এদিকে রহস্যজনক মৃত্যুর এ ঘটনাটি নিয়ে গোটা এলাকার লোকজনের মধ্যে নানা গুজন চলছে।
ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, সুরতহাল রিপোর্টে মরদেহের শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ ও তথ্য উদঘাটন করা যেতে পারে।
তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় মেলেনি।