চার্লি কার্ক হত্যাকাণ্ড /
সন্দেহভাজন রবিনসন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে চার্লি কার্ক হত্যার সন্দেহভাজন আসামি ধরা পড়েছেন বলে নিশ্চিত করেছেন গভর্নর স্পেনসার কক্স। তিনি এক ঘোষণায় জানান, আসামির নাম টাইলার রবিনসন, যাকে তার পরিবারের এক সদস্য ও এক বন্ধু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
গভর্নর কক্স বলেন, ‘রবিনসনের পরিবারের একজন জানিয়েছেন যে সাম্প্রতিক বছরগুলোতে সে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছিল। সে কার্ককে পছন্দ করত না।’ এর আগে একটি সূত্র জানিয়েছিল, রবিনসন নিজেই তার বাবার কাছে হত্যার কথা স্বীকার করেছেন।
বিবিসি ও রয়টার্স সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসায় বিভিন্ন খোদাই লেখা পাওয়া গেছে। এর মধ্যে একটিতে লেখা ছিল, ‘এই ফ্যাসিস্ট! ধরো!’
কর্তৃপক্ষ জানায়, রবিনসন দক্ষিণ-পশ্চিম ইউটাহর বাসিন্দা হলেও তিনি ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এদিকে তার গ্রেপ্তারের পর মাগশট (অভিযোগীর ছবি) প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গভর্নর কক্স রবিনসনের পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা সঠিক কাজ করেছে।’
অপরদিকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল তদন্তের প্রশংসা করে বলেন, ‘মাত্র ৩৩ ঘণ্টায় ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। ঘটনাটির একটি পূর্ণাঙ্গ টাইমলাইন প্রকাশ করা হয়েছে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চার্লি কার্কের সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি ফ্রক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ শো’তে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি আমরা তাকে পেয়ে গেছি।’
ট্রাম্প আরও জানান, সন্দেহভাজ ওই ব্যক্তিকে জানেন এমন কেউই তাকে ধরিয়ে দিয়েছেন। তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে। পাঁচ মিনিট আগেই খবরটি শুনেছেন বলে জানান ট্রাম্প।
তিনি বলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষ, গভর্নর এবং এফবিআই দুর্দান্ত কাজ করেছে। যীশু খ্রীষ্টকে ধন্যবাদ। ঈশ্বর যেন বিচার প্রক্রিয়া দ্রুত করেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস