ধনু নদে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪

খালিয়াজুরী প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯
শেয়ার :
ধনু নদে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের ধাক্কা, নিখোঁজ ৪

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে যায়। এতে স্পিডবোটে থাকা এক নারী ও তিন শিশু নিখোঁজ হয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন উপজেলার বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), তোফায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫), সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রীর জন্য ভাড়ায় চালিত এ স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হবার আগ মূহুর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে ঘুরতে বের হবার পর এ দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। 

নিখোঁজদের উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ইতোমধ্যেই তল্লাশি শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।