নির্বাচনের তারিখ ঘোষণা হলেই তারেক রহমান দেশে আসবেন; আবদুল আউয়াল মিন্টু
নির্বাচনের তারিখ ঘোষণা হলেই তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। তিনি বলেছেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে। ছাত্ররা কী করছে না করছে সেটা এক হিসাব। জাতীয় নির্বাচনের হিসাব আরেক।
গতকাল শুক্রবার বিকালে ফেনী শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব কথা বলেন মিন্টু।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বড় গণতান্ত্রিক দল। এ দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।
এ সময় তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এখনও মব ভায়োলেন্স চলছে। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেনী ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর তায়েবুল হক, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ রাজনৈতিক দলের নেতারা।