১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফেরেশতে’
বাংলাদেশ ও ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’ অবশেষে মুক্তি পাচ্ছে বড়পর্দায়। দীর্ঘ তিন বছর অপেক্ষার পর আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে আসবে ছবিটি। এর আগে ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। হলসংক্রান্ত জটিলতাই ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়। তা ছাড়া সামনে আসছে শারদীয় দুর্গাপূজার আমেজ। সেই উৎসবে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বর্তমানে তিনি কলকাতায় অবস্থান করছেন। দেশে ফিরে সিনেমার প্রচারণায় অংশ নেওয়ার কথা তার।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। নির্মাতা রিয়েল লোকেশনে শুটিং করে সিনেমাটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন। এই কাজকে জয়া বলেছেন ভীষণ চ্যালেঞ্জিং। তার ভাষ্যে, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় কঠিন শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।’
নির্মাণের পর থেকেই ছবিটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে ঘুরে বেড়িয়েছে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য ছবিটি জিতে নেয় জাতীয় পুরস্কার। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। বিদেশি চলচ্চিত্রপ্রেমীদের হাততালি কুড়ানোর পর এবার দেশের দর্শকের সামনে হাজির হচ্ছে সিনেমাটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল