রামগড়ে বাল্যবিবাহ স্থগিত, ভ্রাম্যমান আদালতে জরিমানা
খাগড়াছড়ির রামগড়ে ভাম্যমান আদালত এর অভিযানে বাল্যবিবাহ স্থগিতসহ উভয় পক্ষকে পৃথক পৃথক দুইটি মামলায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ২ নং পাতাছড়া ইউনিয়ন এর থলিবাড়ি এলাকায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন অভিযান পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, খবর পেয়ে অভিযান রামগড় পতাছড়া অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছেলে, ছেলের পিতা এবং মেয়ের পিতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উপস্থিত স্বাক্ষীগনের বক্তব্য ও সংশ্লিষ্ট কাগজ পত্র যাচাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এমতাবস্থায় বাল্যবিবাহের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী মেয়ের নানা আবুল হাশেম এবং ছেলের ভাই মোঃ মনির হোসেনকে ২টি পৃথক মামলায় যথাক্রমে ৫০ হাজার এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়।
এ সময় তিনি উপস্থিত সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।