রক্তপিপাসু ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক তেহরানের খুতবায়

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩
শেয়ার :
রক্তপিপাসু ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক তেহরানের খুতবায়

ইরানের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেছেন, ‘ইহুদি শাসনপ্রণালীর বিরুদ্ধে প্রতিরোধ ও সশস্ত্র সংগ্রামই কার্যকর পথ।’ তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন।

আল-মাসিরাহ টিভির খবরে বলা হয়, তেহরানে শুক্রবারের নামাজের খুতবায় খাতামি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘জায়োনিস্ট শাসনপ্রণালীর বিরুদ্ধে লড়াই করার উপায় জাতিসংঘের কাছে আবেদন নয়। এই শাসনপ্রণালী বিশ্ববাসীর সামনে অপরাধ করে যাচ্ছে। এর মোকাবিলা করতে হলে শক্তি একত্রিত করে এটিকে ধ্বংস করতে হবে।’

তিনি ইমাম আলীর (আ.) একটি বাণী উদ্ধৃত করে বলেন, ‘যে পাথর ছোড়ে তার জবাবে পাথরই ছুড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বড় নেতারা এবং ইমাম খোমেনি (রহ.) স্পষ্ট করেছেন যে এই ক্যান্সারের মতো টিউমার ধ্বংস করা জরুরি। ইসলামী দেশগুলো অন্তত রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে পারে এই রক্তপিপাসু শাসনপ্রণালীর সঙ্গে।’

খাতামি এ সময় প্রশংসা করেন সম্প্রতি আয়োজিত বিশ্বব্যাপী ‘থামুদ কনভয়’র, যেখানে ৪৪টি দেশের শত শত কর্মী এবং ৭০টিরও বেশি জাহাজ অংশ নেয়। তিনি একে সীমান্ত, ধর্ম ও মতাদর্শের ঊর্ধ্বে বৈশ্বিক ঐক্যের শক্তিশালী প্রদর্শনী হিসেবে উল্লেখ করেন।

লেবাননের হিজবুল্লাহর প্রসঙ্গ টেনে খাতামি বলেন, ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসলামী বিশ্বের জন্য বিপজ্জনক। হিজবুল্লাহ ইসলামী উম্মাহর শক্তিশালী বাহু, আর এই শক্তিকে জায়োনিস্ট শাসনপ্রণালীর বিরুদ্ধে ব্যবহার করতে হবে।’