ভূতের সিনেমায় আফসানা মিমি

বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫
শেয়ার :
ভূতের সিনেমায় আফসানা মিমি
ছবি : সংগৃহীত

দেশবরেণ্য অভিনেত্রী আফসানা মিমি। অভিনয়গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু আগেই। এরপর পা রেখেছেন নির্মাণে। অভিনয়ের পাশাপাশি বহু নাটকের নির্মাতা হিসেবে রয়েছে তার নাম।

এমনকি কালেভদ্রে উপস্থাপনাও করতে দেখা যায় তাকে। তা-ও আবার বিশেষ দিবসের অনুষ্ঠানগুলোতে।

এবার যুক্ত হচ্ছেন রোমান্টিক ও অ্যাকশন সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত নির্মাতা রায়হান রাফী নতুন সিনেমায়। ভৌতিক গল্প ‘আন্ধার’ সিনেমায় তিনি অভিনয় করবেন বলে জানিয়ে একাধিক সূত্র।

গত ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘উৎসব’ সিনেমা ব্যাপক ব্যবসাসফল হয়েছে। সেই সিনেমাটিতে আফসানা মিমি অভিনয় করেছিলেন। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।

‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে রাফীর ‘আন্ধার’ সিনেমাটি। এর চিত্রনাট্য ও গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। ছবিটির মাধ্যমে ভৌতিক গল্প বলবেন নির্মাতা রাফী।

রাফীর আসন্ন সিনেমাটিতে কাজ করার ব্যাপারে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন সিয়াম আহমেদ। সিয়াম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। নতুন খবর হলো রাফীর ‘আন্ধার’ ছবিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি।

তবে ‘আন্ধার’ সিনেমার নায়িকা কে হবেন তা এখনও নিশ্চিত নয়। সম্প্রতি একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছিল ‘আন্ধার’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন অভিনেত্রী নাজিফা তুষি।

সূত্রটি আরও জানিয়েছিল, ইতোমধ্যে তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ সিনেমা দুটির মাধ্যমে বড়পর্দায় নজর কেড়েছেন।