মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের ভেদরগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক আবুল কাশেম মাল (৫০) নিহত হয়েছেন। এর পাশাপাশি মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটতলা মাঝি বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ভ্যান চালক কাশেম মাল ভেদরগঞ্জ পৌরসভার ওহাব আলী মালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ বাজার থেকে মালামাল নিয়ে নারায়ণপুরে নামিয়ে দিয়ে পুনরায় ভেদরগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আবুল কাশেম। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের নারায়ণপুর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক কাশেম নিহত হন। সেই সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে আহত দুজনের খোঁজে পুলিশ ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তাদের সেখানে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা রাজিব হাওলাদার বলেন, ‘মসজিদের পাশেই দাড়িয়ে ছিলাম। হটাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই ভ্যানচালক মারা গেছেন। মোটরসাইকেল চালকসহ দুজনকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
ভেদরগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আবুল কাশেম মাল নিহত হন। আমরা মোটরসাইকেল ও ভ্যান উদ্ধার করেছি। ঘটনার পর থেকেই মোটরসাইকেল চালক পলাতক রয়েছেন। আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি। সেখানে তাদের পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’