সিরাজগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা, নিহত ১
সিরাজগঞ্জের সদর উপজেলায় একটি দোকানে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম হাফিজুল ইসলাম (৩৫)। তিনি কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, আজ ভোরে কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গার্ডেন প্যালেস থেকে মদ্যপ অবস্থায় অজ্ঞাত দুই নারীসহ পাঁচজন একটি প্রাইভেট কারে কড্ডার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানের সামনের অংশ ভেঙে যায়। এ সময় দোকানের সামনে বসে থাকা হাফিজুল ইসলাম ও আমিরুল ইসলাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল ইসলাম মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আহত আমিরুল ইসলামকে বগুড়ায় স্থানান্তর করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর প্রাইভেট কারে থাকা রাকিব ও তৌকির নামের দুই যুবক পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন এবং চালক সোহার্দ ও অজ্ঞাত দুই নারী পালিয়ে যান। তবে তারাও আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।