কার্ককে গুলির পর সন্দেহভাজনের পালানোর ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৮
শেয়ার :
কার্ককে গুলির পর সন্দেহভাজনের পালানোর ভিডিও প্রকাশ

মার্কিন রাজনীতিবিদ চার্লি কার্ককে লক্ষ্য করে চালানো গুলির ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীর পালানোর নতুন একটি ভিডিও প্রকাশ করেছে এফবিআই ও স্থানীয় কর্তৃপক্ষ।

প্রকাশিত ভিডিওতে হত্যাকাণ্ডের পর সন্দেহভাজনকে ভবনের ছাদের উপর থেকে দৌঁড়ে এবং লাফিয়ে নিচে নেমে পালাতে দেখা যাচ্ছে। 

অন্যদিকে সিএনএন প্রাপ্ত আরেকটি ভিডিওতে দেখা যায়, গুলির ঘটনার আগে অপরাধস্থলের কাছের একটি আবাসিক এলাকায় সন্দেহভাজনের বর্ণনার সঙ্গে মিল রয়েছে এমন একজন হাঁটছেন।

পুলিশ জানিয়েছে, তারা এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ওই ব্যক্তি কালো টি-শার্ট, যার ওপর মার্কিন পতাকা আঁকা এবং কনভার্স জুতা পরা অবস্থায় রয়েছেন।

ঘটনার সময় উপস্থিত এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘আমি বারবার সেই মুহূর্তটা মনে করছি, বারবার ফিরে আসছে চোখের সামনে।’

এদিকে, বন্দুকধারীর খোঁজে অভিযান জারি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এফবিআই ঘোষণা করেছে, আসামির অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারলে ১ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তারা হামলাকারীর সর্বশেষ গতিবিধিও প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, যাতে আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মামলা চালানো যায়।

এদিকে, গুলির ঘটনার পরপরই পুলিশের ওয়্যারলেস বার্তার অডিও প্রকাশিত হয়েছে। পাশাপাশি এফবিআই যে ছবিগুলো প্রকাশ করেছে, সেগুলো থেকে অতিরিক্ত সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে অনুসন্ধানী দল।