তাইওয়ান প্রণালীতে চীনের রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২
শেয়ার :
তাইওয়ান প্রণালীতে চীনের রণতরী

চীনের তৃতীয় এবং নবতম বিমানবাহী রণতরী ফুজিয়ান তাইওয়ান প্রণালি দিয়ে দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে। চীনের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, এটা তাদের অনুশীলনের অংশ। 

এই রণতরীটির উদ্বোধন হয় ২০২২-এ। তবে সমুদ্রে অনুশীলন শুরু হয় গত বছর থেকে। এই মুহূর্তে চীনের দুটি রণতরী আছে। তিন নম্বর রণতরী ফুজিয়ানের আপাতত সমুদ্রে অনুশীলন চলছে। এর পরে আনুষ্ঠানিক ভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে রণতরীটিকে। 

এ দিন চীনের নৌবাহিনী পক্ষ থেকে জানানো হয়, ‘বৈজ্ঞানিক গবেষণা, প্রশিক্ষণ এবং পরীক্ষার কারণে আমাদের তৃতীয় বিমানবাহী রণতরী 

তাইওয়ান প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরে ঢুকেছে। এটি প্রশিক্ষণের অঙ্গ। কোনো বিশেষ লক্ষ্য নেই।’