রাজধানীতে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩০
শেয়ার :
রাজধানীতে নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে হাজী লালমিয়া সর্দার রোডের মুরাদপুর হাজী মিচির আলীর বাড়ির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরনে ছিল লাল রঙয়ের কামিজ ও পায়জামা।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন্নাহার বলেন, নিহতের মুখমণ্ডল হালকা পচন ধরেছে, নাক ও মুখ দিয়ে রক্ত বার হচ্ছিল। আজ সকালে ৯৯৯ এ সংবাদ পেয়ে বস্তাবন্দী নারীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।