৪০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মন্ডলপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৯ ডি-ব্লকের মৃত হাফেজ আহমদের ছেলে মো. হাসান (২৫), একই ক্যাম্পের সি-৮ ব্লকের আব্দুর রহিমের ছেলে এনাম করিম ( ২৫) ও এ-৯ ব্লকের মো. হাসানের ছেলে মো. আয়াজ (২১)।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘আজ ভোররাতে ঘুমধুম ইউনিয়নের মন্ডলপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি দল। একপর্যায়ে সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে সন্দেহজনক ৩ ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের আটক করে বিজিবি।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ওই ব্যাগটি ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।’
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।