রাশিয়ার সামরিক মহড়া, সীমান্তে ৪০ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬
শেয়ার :
রাশিয়ার সামরিক মহড়া, সীমান্তে ৪০ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

রাশিয়া সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করছে পোল্যান্ড। তারা জানিয়েছে, রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের আকাশে রুশ ড্রোনের অনুপ্রবেশের পরই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।  এ ছাড়া রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ায় পোল্যান্ড তার পূর্ব সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই সীমান্তে প্রায় ৪০ হাজার সেনা অবস্থান নেবে, যা বর্তমানে মোতায়েনকৃত ১০ হাজার সেনার চার গুণ।

পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমচিক বলেন, ‘মহড়ার জন্য পোল্যান্ড দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে আমাদের সামরিক মহড়ায় ৩০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে। পোলিশ ও ন্যাটো সেনাদের উপস্থিতি অত্যন্ত জরুরি, কারণ রাশিয়া ও বেলারুশের এই মহড়া আক্রমণাত্মক চরিত্রের।’

টমচিক আরও বলেন, ৯-১০ সেপ্টেম্বর রাতে রাশিয়ার ড্রোন দিয়ে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন আসলে এই মহড়ার সঙ্গেই সম্পর্কিত। সেই রাতে ১৯টি ড্রোন প্রবেশ করে, যার মধ্যে হুমকি সৃষ্টি করা ড্রোনগুলো ভূপাতিত করা হয়।

এ ঘটনার পরদিন ক্রেমলিনসহ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করে জানায়, পোল্যান্ডে ভূপাতিত হওয়া ড্রোন রুশ সেনাবাহিনীর নয়। অন্যদিকে বেলারুশ দাবি করে, পোল্যান্ড ও লিথুয়ানিয়াকে তারা আগেই জানিয়েছিল যে কিছু ড্রোন ‘পথ হারিয়ে ফেলেছিল।’