সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মিলবাড়ি এলাকায় ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পথচারীর নাম মো. মোজাহার শেখ (৬০)। তিনি পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নাজিরপুরের হোগলাপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে।

স্থানীয়রা ও নিহতের ভাতিজা মো. শহিদুল ইসলাম শেখ জানায়, তিনদিন পূর্বে তারা চাচা-ভাতিজা ৯০০ টাকার চুক্তিতে দিনমজুরের কাজ করতে রাজাপুরে আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে কাজের টাকা বিকাশের মাধ্যমে বাড়ি পাঠাতে দুইজন মিলবাড়ি এলাকায় আসে। এ সময় রাস্তা পার হতে গিয়ে মোজাহার শেখ ঢাকাগামী ইসলাম পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ওই গড়ির চালক, সুপারভাইজার ও চালকের সহযোগী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে পরিবহনটি আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’