অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
মাদারীপুরের কালকিনিতে আইডিয়া খাঁ নদের তীর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হলেও আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলার প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন।
উপজেলা প্রশাসন জানান, আইডিয়া খাঁ নদের তীর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে এমভি বার্জ রেসার-২ এর চালক মো. মোতাহারকে আটক করে মোবাইল কোর্টে নগদ ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। এ সময় কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।