সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪
শেয়ার :
সীমান্তে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

সিলেটের হবিগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পোশাক, গরু ও মাদক আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১৫ লাখ টাকা। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য পাচার হবে। এর পরিপ্রেক্ষিতে সিন্দুরখান বিওপির একটি বিশেষ টহলদল খেজুরিছড়া নামক স্থানে কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে আনুমানিক আজ ভোর ৪টার দিকে টহলদল ওই এলাকায় তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার থ্রি-পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।

৫৫ বিজিবি'র অপর একটি অভিযানে টহলদল গতকাল বৃহস্পতিবার বিকেল পোনে ৫টার দিকে লালটিলা বস্তি নামক এলাকা থেকে ১৮ হাজার টাকা মূল্যের ১২ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়া জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা, চিমটিবিল ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা বিওপির টহলদল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাকারবারীরা বিজিবি'র টহলদলের উপস্থিতি বুঝতে পেরে চোরাই মালামাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে ভারতীয় ১৯ বোতল মদ, ২০ কেজি ভারতীয় গাঁজা এবং ভিটেক্স গোল্ড ভিটামিনসহ ২টি গরু আটক করে। যার আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। আমাদের অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।’

উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করে।