তিন বছরের সাজা থেকে বাঁচতে ৩১ বছর ফেরার

মুকুল কান্তি দাশ, চকরিয়া (কক্সবাজার)
১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
তিন বছরের সাজা থেকে বাঁচতে ৩১ বছর ফেরার

রমজান আলী (৬৫)। চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আমনগর পাড়ার ছৈয়দ আহমদের ছেলে। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি এনামুল হক নামে একজনকে মারধর করেন রমজান ও তার সহযোগীরা। এর দুদিন পর এনামুল হক বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কক্সবাজারের বিচারিক আদালত রমজান আলীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এই সাজা থেকে বাঁচতে প্রায় ৩১ বছর পলাতক ছিলেন রমজান আলী।

কিন্তু পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি, গত মঙ্গলবার রাতে চকরিয়া থানা পুলিশ বদরখালী ইউনিয়নের একটি মৎস্য ঘের থেকে রমজান আলীকে গ্রেপ্তার করে। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার এড়াতে রমজান আলী প্রায় সময় দুর্গম মৎস্য ঘেরে বা চিংড়ি জোনে অবস্থান করেন। তিনি স্থান পরিবর্তন করে এতদিন আত্মগোপনে ছিলেন। ফলে পুলিশ অভিযানে গেলেও তাকে ধরতে পারেনি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।