জাকসু নির্বাচন বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১০
শেয়ার :
জাকসু নির্বাচন বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। 

বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে যায়। এ সময় ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’, ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ শ্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন হলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সঙ্গে আঁতাত করেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার বেশি সময় আগে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের প্যানেল।

প্রসঙ্গত, ৩৩ বছর পর আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে এ ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৫টায়।