আলফাডাঙ্গায় গুণী শিক্ষক হলেন শামিমা নাসরিন
বিশ্বশিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গুণী শিক্ষক নির্বাচিত হলেন ১০ নং নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন।
বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মকালীন ডকুমেন্টস এর যাচাই-বাছাই সাক্ষাতকারের মাধ্যমে তাকে গুণী সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এ প্রতিযোগিতায় তিনজন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।
জীবনে প্রথম গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে শামিমা নাসরিন বলেন,আমি আসলে শিশুদের আনন্দে কাজ করে যাই। গুণী কিনা জানি না। তবে আপ্রাণ চেষ্টা করি শিশুরা মানুষের মতো মানুষ হোক।আমার চাওয়া, প্রতিটি শিশুর ভবিষ্যৎই উজ্জ্বল হোক। তবুও এবার কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে।
আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, সহকারী শিক্ষক শামিমা নাসরিন এ বছর শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা তিনজন সহকারী শিক্ষককের সাক্ষাতকার নিয়ে গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, তিনজন শিক্ষকই যোগ্য ছিলেন। তার মধ্যে গুণী হিসেবে শামিমা নাসরিনকে মনে হয়েছে। সবার জন্য শুভ কামনা রইল।