নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল হানিফ মাতুব্বর (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার খেয়াঘাট জামে মসজিদে মাগরীবের নামাজ পড়ার সময় তিনি মারা যান।
আব্দুল হানিফ মাতুব্বর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের জয়নুদ্দীন মাতুব্বরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন।
আব্দুল হানিফ মাতুব্বরের ছেলে মো. রুহুল আমীন মাতুব্বর বলেন, ‘আমি বাজারে দোকানে ছিলাম। খবর পেয়ে মসজিদে গিয়ে দেখি বাবা মারা গেছেন।’
খেয়াঘাট মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘মাগরীবের ফরজ নামাজে দাড়ানোর পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। নামাজ শেষে মুসল্লিরা তাকে তুলতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।’
এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘খবরটি আমি শুনেছি। এমন মৃত্যু সবার হয় না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’