কাঁদলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪
শেয়ার :
কাঁদলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম।   

আজ বৃহস্পতিবার নুরকে দেখতে যান সাদিক কায়েম। সেখানে নুরের জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ, এজিএস মো. মহিউদ্দীন প্রমুখ। তারা নুরের দ্রুত সুস্থতা কামনা করেন। 

নুরের সঙ্গে ছবি শেয়ার করে ফেসবুকে সাদিক কায়েম লেখেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাই বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অন্যতম পরিচিত মুখ। তিনি সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক, রাব্বুল আ’লামীনের কাছে এই দোয়া করি।’