মাকে ‘কুপিয়ে হত্যার’ পর পালিয়েছে ছেলে

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০
শেয়ার :
মাকে ‘কুপিয়ে হত্যার’ পর পালিয়েছে ছেলে

মানিকগঞ্জের দৌলতপুরে কথা কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে রবি চন্দ্র ভদ্র (৪২) নামে একজনের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ।

নিহত করুণা রানী ভদ্র (৬২) মান্দারতা গ্রামের ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থসম্পদ দখলের উদ্দেশ্যে করুণা রানীকে হত্যা করেছে তারই ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। গতকাল বুধবার গভীর রাতে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে ধারণা করছে পরিবার। এতে ঘটনাস্থলেই করুণা রানীর মৃত্যু হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রানী ভদ্র ছোট ছেলে রথীন্দ ভদ্র বলেন, ‘বড় ভাই মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।’

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল মামুন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।’