বেঁচে আছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী
নেপালের সাবেক প্রধানমন্ত্রী জালানাথ খানালের স্ত্রী রবি লক্ষ্মী চিত্রকর বেঁচে আছেন। গুজব উঠেছিল, বিক্ষোভকারীদের দেওয়া আগুনে মৃত্যু হয়েছে তার। তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মন্ত্রী রাম শ্রেষ্ঠা তার বেঁচে থাকার খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম নেপালপ্রেস রিপোর্ট জানিয়েছে, ঝালানাথের বাড়িতে ঢুকে বিক্ষোভকারীরা আগুন দেন। সেসময় তিনি বাইরে ছিলেন। কিন্তু তার স্ত্রী ভেতরেই ছিলেন। মারাত্মকভাবে শরীর পুড়ে যায় তার।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গুজব উঠেছিল তাকে আশঙ্কাজনক অবস্থায় কির্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে শ্রেষ্ঠা জানিয়েছেন, লক্ষ্মী এখনো বেঁচে আছেন। এখন শঙ্কামুক্ত আছেন তিনি এবং কথাও বলতে পারছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আগুন দেওয়ার সময়, লক্ষ্মী ও তার ছেলে নির্ভিক খানাল বাড়িতে ছিলেন। জখম হওয়ার পর তাদের নেপালি আর্মি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসার পর কির্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস