জুটিবদ্ধ জোভান-নেহা

বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪
শেয়ার :
জুটিবদ্ধ জোভান-নেহা
ছবি : সংগৃহীত

স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে।

কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, সেই গল্পেই নির্মিত হয়েছে টেলিফিল্ম। ‘সহযাত্রী’

জোবায়ের আহসানের রচনায় এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আগামীকাল শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে এই টেলিফিল্মটি।

এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাজনীন নেহা, ডাক্তার এজাজ, সুষমা সরকার, ইন্তেখার দিনার, বর্দা মিঠু, মনিরা আক্তার মিঠু প্রমুখ।

এছাড়া টেলিফিল্মটিতে থাকছে একটি মৌলিক গান, শিরোনাম 'আঘাত'। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান। সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।